google

Saturday, November 3, 2018

আশা করি ভালোই আছেন। 


আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। 


আজ আমরা জানবো যে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে 

অন্যজনের সমস্যা সমাধান করে ইনকাম করা যায়। 


এ জন্য যা লাগবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন 


ইন্টারনেট কানেকশন ও একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ।

অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটির নাম হচ্ছে Fibler । 

এই অ্যান্ড্রয়েড অ্যাপটি প্লে ষ্টোরেই পাবেন।


ইন্সট্যাল করে অন্যজনের সমস্যা সমাধান করুন

ও সেই সঙ্গে হালাল ইনকাম করুণ । 


ধন্যবাদ ।

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন। 

আজ আপনাদের জন্য কিছু Website নিয়ে আসলাম 
যার মাধ্যমে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারেন।

অনেক গুলো Website আছে যারা আপনার কোয়ালিটি পূর্ণ ছবি গুলো কিনে নিবে ।

যদি আপনি ফটোগ্রাফিতে ভালো হয়ে থাকেন, 
আপনি যদি ছবিগুলোকে আপলোড করে থাকেন, 
তাহলে আপনার সেই ছবিগুলো সেইসব কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালি তার কিনতে পারে। 

যখন তারা আপনার সেই ছবিগুলো ঐ ওয়েবসাইট গুলো থেকে কিনবে 
তখন আপনি তা থেকে একটা কমিশন পাবেন এবং যেটা অনেক ভালো 
একটা এমাউনট অনেক ক্ষেত্রে দেখা যায় যে, 
এক সময় সে ইনকাম আপনার অনেক ভালো একটা ইন্কামের পথ হয়ে যায় 
যা দিয়ে আপনি আপনার সংসার ও চালাতে সক্ষম।

চলুন তবে আর দেরি না করে ওয়েবসাইট গুলোর নাম গুলো জেনে নেয়া যাক………


১। Shutterstock https://www.shutterstock.com/
২। istockphoto https://www.istockphoto.com/
৩। Gettty images https://www.gettyimages.com/
৪। Stocksy https://www.stocksy.com/
৫। Fotolia  https://au.fotolia.com/
৬। Alamy http://www.alamy.com/
৭। shutterstock http://shutterpoint.co.uk/london/
৮। Crestock http://www.crestock.com/
৯। 123RF https://www.123rf.com/
১০। Dreamstime   https://www.dreamstime.com/