google

Saturday, December 5, 2015

ট্র্যাফিক মুনসুন ব্লক অ্যাকাউন্ট ও ডবল অ্যাকাউন্ট সমস্যার সমাধান ।

ট্র্যাফিক মুনসুন ব্লক অ্যাকাউন্ট  ও ডবল অ্যাকাউন্ট  সমস্যার  সমাধানের জন্য এখানে  ক্লিক করুন-

আপনি যে অ্যাকাউন্ট সচল করতে চান সেই অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম রিষ্টর বাটনে ক্লিক করুণ ।


অথবা নিচে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম  রিষ্টর বাটনে ক্লিক করুণ ।

ধন্যবাদ সবাইকে ।













মোবাইলে ট্র্যাফিক মুনসুন ব্লক অ্যাকাউন্ট সমস্যার খুব সহজ একটি সমাধান । না দেখলে চরম মিস ?

অনেক সময় ট্র্যাফিক মুনসুন এ লগ ইন করতে গেলে কখনও কখনও ব্লক অ্যাকাউন্ট দেখায় । এটা হওয়ার কারন আমাদের সবারই  ডাইন্যামিক আইপি । তাই ভয় পাওয়ার কিছু নেই । আজ আমি দেখাব কি ভাবে এর থেকে মুক্তি পাবেন ? 





খুবই সহজ একটি পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ট্র্যাফিক মুনসুন এ লগ ইন করতে পারবেন ।







ঐ অবস্থায় আপনার মোবাইলের ডাটা কানেকশন বন্ধ করুন । সেটিং এর মোর অপশন থেকে ইয়ারপ্লেন মোড অথবা ফ্লাইট মোড  চালু করুন।



















৪/৫ সেকেন্ড পর ইয়ারপ্লেন মোড অথবা ফ্লাইট মোড বন্ধ করে দিন । পুনরায় ডাটা কানেকশন চালু করে লগ ইন করুন আর ব্লক অ্যাকাউন্ট দেখাবেনা । উপকৃত হলে মন্তব্য করে উৎসাহিত করুন। 



সম্পূর্ণ নতুন একটি সাইট যেখান থেকে ডলারের পাশাপাশি বিট কয়েন আয় করা যাবে। ১০০% ট্রাষ্টেড ও পরীক্ষিত সাইট !!

হাল সময়ে ইন্টারনেটে ইনকামের অনেক রাস্তা আছে। তার মধ্য সবচেয়ে সহজ রাস্তাটা হল বিটিসি ও পিটিসি সাইট হতে মামুলি কিছু আয় করা।এখানে মামুলি বলছি এই জন্য যে, যারা ইন্টারনেট নিয়মিত ভিজিট/ব্যবহার করেন কিন্তু প্রফেশনালিভাবে কোন কাজ করতে পারেন না। তথাপি নেট খরচটা পুষিয়ে নেবার আগ্রহ আছে। তাদের জন্য হতে পারে বিট কয়েন আয় এবং পিটিসি সাইট।




এখানে একেকটি সাইট থেকে নিয়মিত কাজ করলে কোন রেফার কিংবা রেন্টেড ব্যতিত মাসে ২-৩ ডলার আর্ন করা যায়। অবশ্য এমন অনেক লোক আছেন যারা মাসে ৫০-১০০ ডলারও আয় করে থাকেন। সত্যি কথা বলতে কি পিটিসি সাইটের ইনকামের মূল রহস্য হল রেফার সংগ্রহ, বিজ্ঞাপণ করা এবং রেন্টেড করা। ইহা ব্যতিত আর ২য় কোন ঔষধ নাই। তথাপি নতুনভাবে একটানা ৪ মাস কাজ ও কিছু নির্দেশনার মাধ্যমে প্রগেজ অর্জন করা যাবে। 

অপর দিকে প্রফেশনালভাবে আয় করার ইচ্ছা থাকলে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্স যেমনঃ ফাইভআর, পিপল পার আওয়ার, গুরু, ওডেস্ক কিংবা গুগলের মত পাবলিশিং সাইটে কাজ জানতে হবে। সুতরাং পিটিসি করুন যাই করুন পাশাপাশি অবশ্যই ফ্রিল্যান্স বিষয়ক কাজ জানাটা ও শেখার আগ্রহ রাখতে হবে। অবশ্য যারা ফ্রিল্যান্সার তারা কখনও আপনাকে পিটিসি সাইটে কাজ করার সাজেস্ট করবে না এবং নিজেরাও এই সকল সাইটে কাজ করেন না।

কোন ধরনের পিটিসি সাইটে কাজ করবেন?

 

উপরের আলোচনা অনুযায়ী মনে করি আপনি অনেক নবীন, কোন কাজ জানেন না।তাহলে আপাতত বিটিসি/পিটিসি ট্রাই করতে পারেন। এখন কথা হল- আপনি কোন ধরনের পিটিসি সাইটে ট্রাই করবেন? হ্যা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কিছু না বুঝে অযথা স্ক্যাম, ভূইফোঁড় পিটিসিতে ট্রাই করে সময়/অর্থ দুটাই নস্ট করেন। সুতরাং কোন পিটিসি সাইটে গুজবে কান না দিয়ে নিজে ভালভাবে যাচাই করে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন।
  • কোন পিটিসি সাইটগুলো লিগ্যাল আসল এই বিষয় নিয়ে একটি টিউন করেছিলাম। প্রয়োজনে দেখতে পারেন।
হ্যা পিটিসি সাইটের মধ্য সবার সেরা বিগ বক্স সাইট গুলো হচ্ছে ক্লিসেন্স এবং নিওবাক্স। আপনি যদি কৌশলী ও পরিশ্রমি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাফল্যে পাবেন। তবে তা ৬ মাসের পূর্বে নয়। সুতরাং নতুন হিসাবে প্রথম কয়েকদিন কাজ করে ধৈর্য্য হারা হতে পারেন। কারন অ্যাড সংখ্যা অনেক বেশী ও সাইটগুলোর বেশ কিছু টামর্স আছে। তথাপি এই দুটি সাইট বাদে বেশ কিছু সাইট আছে যেখানে অ্যাডের সংখ্যা কম, পেমেন্ট রেট ভাল, পে করছে এবং অন্যান্য শর্তাবলী অনেকটা শিথিল। যাইহোক তার মধ্য বর্তমানে একটি সাইট হচ্ছে  অ্যাড ফাইভার

অ্যাড ফাইভারের পরিচিতি ও বৈশিষ্ট্যবলী 



  • সাইটের বয়স প্রায় ৮ মাস। পূর্ণ নাম Adfiver International Services LLC, U.S অন্তভূক্ত রেজিস্ট্রার্ড কোম্পানী। অলরেডি পে করা শুরু করেছে ও করছে।
  • স্বল্প সময়েই ইউজারদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। ইউজাররেটিং ও ফিডব্যাক অনেক ভাল। নিবন্ধিত ইউজার প্রায় ৪,২০০।
  • সাইটটির ডিজাইন ও ইউজার ইন্টারফেস অসাধারন।
  • স্লো ইন্টারনেট কানেকশন কিংবা ব্রাউজারে কোন ব্লক অ্যাড প্লাগিন থাকলেও কাজ করে।
  • ডস প্রটেকশন এবং সাইট ম্যাকাফি সিকিউর প্রটেকশন যুক্ত।
  • সাইটে অ্যাডের সংখ্যা অনেক কম, সম্পূর্ণ টাস্ক করতে প্রায় ৪ মিনিট সময় লাগে।
  • অন্য কোন পিটিসি সাইটে ২ মাসের মধ্য একাউন্ট লগইন না করলে সাসপেন্ড করা হয়। কিন্তু অ্যাড ফাইভারে লাইফটাইম।
  • অন্য পিটিসি সাইটে অ্যাড দেখতে নেটের বেশ কিছু মেগাবাইট এর অপচয় ঘটে। কিন্তু এখানে তেমনটি চোখে পড়েনি।
  •  
     

পেমেন্ট পদ্ধতি

তারা আপনাকে অনেকগুলো পদ্ধতিতে পে করে থাকে নিচের চিত্র অনুযায়ী। তার মধ্য একটি সুবিধা হল আপনার পেমেন্ট ইচ্ছা করলে বিট কয়েন কনভার্ট হিসাবে পাবেন। সুতরাং যারা বিট কয়েন সাইটে আয় করছেন সেখানে এই সাইটের আয় একটু হলেও বিট কয়েন অর্জনে সহায়ক হবে। এখানে মাত্র ৩ ডলার হলেই পে পাওয়া যাবে।


কিভাবে রেজি: ও কাজ করবেন?

  • প্রথমে রেজিঃ করতে ক্লিক করুন এখানে
  • রেজিঃ অংশে ক্লিক করুন > নিচের মত চিত্র আসবে।


সব কিছু ফিলআপ করে রেজিঃ অংশে ক্লিক করুন> ইমেইলে একটি বার্তা যাবে সেটি ভেরিফাই করুন > এবার লগইন করলে নিম্নরুপ প্যানেল পাইবেন।


কাজের প্রসেস সম্পূর্ণ অন্য পিটিসি সাইটের মতই। সোজা কথা অ্যাড দেখা। সেইজন্য আপনাকে view advertisement বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি অ্যাড দেখতে প্রায় ৫ সেকেন্ড এর মত সময় লাগবে।


আয় বৃদ্ধি করার কৌশল

 

প্রতিদিনের একটি নিদিষ্ট সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যেমনঃ আজকে কাজ করেছেন দুপুর ১২.০০ মিনিটে। তাহলে আগামী কালও একই সময় প্রবেশ করবেন। সত্যিকার অর্থে আমরা যতই ঢাকঢোল পিটাই না কেন পিটিসি সাইটে ইনকামের প্যাচকল রয়েছে। যেমন আপনি যদি কোন একটি লিগ্যাল পিটিসি সাইটে কাজ করেন কোন রুপ রেফারেল ছাড়া তাহলে মাসিক আয় ৩ ডলারের বেশী হবেনা। অবশ্য সেখানে যদি ১০ জন রেফারেল থাকে এবং রেফারেলগুলো নিয়মিত কাজ করে তাহলে হয়ত মাস শেষে আরো ১ ডলার বেশী হতে পারে। অর্থাত ৩+১ = ৪ ডলার আসবে। অর্থাত পিটিসি সাইটের আসল ইনকামের রহস্য হল রেফারেল। যত বেশী রেফারেল তত বেশী ইনকাম। অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে রেন্টেড রেফারেল হিসাবে আয় বৃদ্ধি করা হয়। আপনাদের একটা ছোট্ট হিসাব দেখাই,
ম্যাক্সিমাম সাইট গুলো পার রেফারেল ক্লিকে করে পে করে ০.৫ সেন্ট করে। আপনার যদি ১০জন ডাইরেক্ট রেফারেল কিংবা রেন্টেড রেফারেল থাকে আর তাদের Daily এভারেজ ক্লিক হয় ২.৫ তবে একটি সাইট থেকে আপনার ডেইলি ইনকাম (.৫*২.৫*১০)= ১২.৫ সেন্ট + আপনার নিজের ইনকাম ০.৪সেন্ট= (১২.৫+৪)= ১৬.৫ সেন্ট সুতরাং ৫টি সাইট থেকে দৈনিক আয় (১৬.৫*০৫)= ৮৩ সেন্ট, সুতরাং ৩০দিনে আয় (৮৩*৩০)= ২৫০০ সেন্ট বা ২৫$ (প্রায়) বা ২০০০ টাকা তবে প্রতি মাসে আপনি টাকা হাতে আনতে পারবেন না হয়তো দেখা গেলো ৩-৪ মাসে ৫০$-১০০$ জমল তখন পেজাতে ৪ ডলার ফি দিয়ে চেক নিজের একাউন্টে ট্রান্সফার করা যাবে।
 
এমনিতে ব্লগ ও ছোট খাট ফ্রিল্যান্স করার কারনে পিটিসি সাইটে তেমন কাজের সুযোগ হয়না। তথাপি নিওবাক্স ও ক্লিকসেন্স একাউন্ট এ- মাসে ১ বার প্রবেশ করি সচল রাখার জন্য। যাইহোক অ্যাডফাইবার সাইটে প্রায় ৪ মাস পূর্বে যোগদান করি পরীক্ষা মূলক হিসাবে সেখানে বিদেশী ডাইরেক্ট ৫০ টি রেফারেল কালেক্ট করি এবং সেই সাথে রেন্টেড রেফারেল বৃদ্ধি করতে থাকি  ১০ ডলার ব্যয় করে ৫০ টির মত। উল্লেখ্য এখানে রেন্টেড ক্রয় করাটা মানে ইনভেস্ট করা। এই ভাবে রেফারেল কাজ এবং নিজের কাজের মাধ্যমে প্রায় ৪ মাসের মধ্য ১ম পেমেন্ট পেজাতে ২২ ডলার উইথড্র করি।

 

 

শেষ আলোচনা

এমনিতে পিটিসি নিয়ে আলোচনা করার কোন ইচ্ছা ছিল না। তথাপি যারা নেট ব্রাউজ করেন বাট কোন কাজ জানেন না, আগ্রহ আছে মামুলি কিছু আয় করার। মূলত তাদের উদ্দেশ্যই টিউনটি করতে হল। তথাপি উক্ত সাইট হইতে কাজের মান যাচাইকরন শর্তে বেশ কিছু ডলার পেয়েছি যেটিও অনেকটা আনন্দের। সুতরাং যাদের প্রাথমিকভাবে পিটিসি সাইটে কাজ করার মন মানসিকতা আছে শুধুমাত্র তারাই ট্রাই করতে পারেন। অযথা টাংকি করে লাভ নাই। অবশ্য অনেকের অভিযোগ হবে ব্রাদার! এই সকল সাইট কতদিন চলবে তার নিশ্চয়তা নাই। হ্যা অভিযোগটি সত্য। তবে প্রাথমিক পর্যায়ে সবকিছু ঠিক রেখে কাজ করে বেশ কিছু ডলার আয় করা যায় তাতে ক্ষতি কি! এবং হ্যা সেই সাথে অন্তত ফ্রিল্যান্স শেখাটার চেষ্টা করবেন। অবশ্য আগামী পর্বে ফ্রিল্যান্স সাইট আপওয়ার্ক  নিয়ে কয়েকটি পর্বে টিউন করার ইচ্ছা আছে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।

 



 

Saturday, November 28, 2015

ট্রাফিক মুনসুন থেকে আয় করুন ১০০% পরীক্ষিত এবং যে কেউ এটা করতে পারে শুধুমাত্র ইন্টারনেট কানেকশানই যথেষ্ট ।

ট্রাফিক মনসুন কি ?


ট্রাফিক মনসুন একটি পিটিসি + ট্রাফিক এক্সচেঞ্জ + রাজস্ব শেয়ারিং সাইট। 

এটি মুহূর্তে ই আপনার টাকা পরিশোধ করে থাকে।

বিস্তারিত কাজ  এবং কৌশল !

ট্রাফিক মনসুন -এ উপার্জন করতে পারেন ৩ টি বিভিন্ন উপায়ে।


(১) ক্লিক করে এবং ট্রাফিক এক্সচেঞ্জ থেকে।


(২) রেভিনিউ শেয়ারিং।


(৩) 100% রেফারেল কমিশন।

১। ক্লিক করে আয়ঃ যারা ট্রাফিক মনসুন -এ বিনামূল্যে কাজ করতে চান তাদের জন্য সবচেয়ে ভাল প্রদ্ধতি হল, প্রতিদিন ৫ থেকে ১০টি বিজ্ঞাপন লিঙ্ক ভিউ করুন। প্রতিটি বিজ্ঞাপনের মূল্য $ 0.01 থেকে $ 0.02, মোট 5-10 মিনিট সময় দিতে হবে আপনাকে, যা 10টি বিজ্ঞাপন লিঙ্ক এ ক্লিক করে প্রতিদিন $0.10 পর্যন্ত উপার্জন করতে পারেন।


২। রেভিনিউ শেয়ারিংঃ এই প্রোগ্রামটির মাধ্যমে টাকা বিনিয়োগ করে ট্রাফিক মনসুন থেকে উপার্জন করতে হয়। তাই কাজ করার জন্য, আপনাকে $50 খরচ করে একটি “Adpack” কিনতে হবে। যা থেকে আপনি পাবেন 1,000 বিজ্ঞাপন ক্রেডিট প্লাস 20 নিশ্চিত ব্যানার ক্লিক।


৩। 100% রেফারেল কমিশনঃ আপনি আপনার রেফারেল এর ক্লিক থেকে 100% কমিশন পারেন। আগে বলেছি, বিনামূল্যে সদস্য হয়ে আপনি ট্রাফিক মনসুন এর বিজ্ঞাপন লিঙ্ক এ ক্লিক করে দৈনিক $0.10 পর্যন্ত উপার্জন করতে পারেন। এছাড়াও আপনি আপনার এক জন রেফারেলের বিজ্ঞাপন লিঙ্ক এর ক্লিক থেকে $0.10 পাবেন।

সুতরাং, আপনার দৈনিক আয় হবে $0.20। শুধু তাই না, আপনি আপনার রেফারেলের সব কেনাকাটা থেকে 10% কমিশন উপার্জন করবেন। উদাহরণস্বরূপ, আপনার এক রেফারেল $50 Adpack কিনলো আর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট এ $5 যোগ হবে, তার মানে তার Adpack কিনা থেকেও আপনি 10% কমিশন উপার্জন করবেন।


আর রেফারেলের মাধ্যমে আপনি ট্রাফিক মনসুন থেকে আপনার উপার্জন বৃদ্ধি করতে পারেন এবং ভাল পরিমাণ উপার্জন করতে পারেন। সুতরাং, ইনভেস্ট না করেই ট্রাফিক মনসুন থেকে আয় করতে পারেন।



পেমেন্ট সিস্টেমঃ  paypal, payza ও SolidTrustPay এর মাধমে পেমেন্ট দিয়ে থাকে এবং সাথে সাথেই পেমেন্ট পেয়ে থাকবেন।


অতএব “Trafficmonsoon” থেকে আয় করতে চান ?


তবে বিনা মূল্যে  আয় করুন।


Registration করতে এখানে click করুন।


১০০%  পরীক্ষিত এবং যে কেউ এটা করতে পারে শুধুমাত্র ইন্টারনেট কানেকশানই যথেষ্ট।

এইচ কিউ রেভিনিউ শেয়ার থেকে আয় করুন ।

আমি আপনাদের আজ এমন  একটি  PTC সাইট  সম্পর্কে আলোচনা করব যেটি আপনাকে পেমেন্ট দিবেই দিবে। 

এই সাইট টি অন্যান্য সাইটের মত নয়, এই সাইটে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন । 

সব সময় অ্যাড দেয় তাই এই সাইটে আপনি যত ইচ্ছা ইনকাম করতে পারবেন। 

আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকুন , সারা দিন কাজ করুন আর দেখুন ইনকাম হয় কি না ?  

সব থেকে সুবিধা হল এটা ইন্সটেন্ট ক্যাশ দেয় আর  Payza সাপোর্ট করে ।  

SING UP করুন এখানে । 

এখন প্রশ্ন  হল কিভাবে কাজ করবেন ? 

আপনাকে প্রতিদিন কয়েকটি অ্যাড দিবে আপনি তা ভিউ করে ইনকাম করবেন এটা হল এক পদ্ধতি ।  


এখন আসি কিভাবে সব সময় ইনকাম করতে পারবেন তা দেখব ।  Business directory তে  ঢুকবেন  তাতে ক্লিক করবেন আর ইনকাম করুন সারা দিন ইচ্ছামত । 

আর হ্যাঁ যদি ব্যানার আসা বন্ধ হয়ে যায়, তাহলে ১০ মিনিট অপেক্ষা করুন আবার আসতে থাকবে । 

পেমেন্ট পাবেন এটা নিশ্চিত । 

cash out minimum 5 doller । 

৫ ডলার বানাতে বেশি সময় লাগবে না যদি কাজে অ্যাক্টিভ থাকেন । 

একটা Payza অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং সেটি ভেরিফাই করবেন ?

কিভাবে একটা Payza অ্যাকাউন্ট খুলবেন আর সেটি ভেরিফাই করবেন ?



পেজা অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্টান যার মাধ্যমে আপনার অনলাইন থেকে ইনকাম করা অর্থ বাংলাদেশে আনতে পারবেন । অনলাইনে অনেক সাইট আছে যারা আপনাকে পেজার মাধ্যমে পেমেন্ট করবে । তাই অনলাইনে যারা কাজ করতে চান তাদের জন্য পেজা আকাউন্ট থাকা অনেক সুবিধাজনক । আজকে আমরা দেখবো কিভাবে একটা পেজা একাউন্ট করা যায় আর সেটি ভেরিফাই করা যায় ।

পেজা অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্টান যার মাধ্যমে আপনার অনলাইন থেকে ইনকাম করা অর্থ বাংলাদেশে আনতে পারবেন । অনলাইনে অনেক সাইট আছে যারা আপনাকে পেজার মাধ্যমে পেমেন্ট করবে । তাই অনলাইনে যারা কাজ করতে চান তাদের জন্য পেজা আকাউন্ট থাকা অনেক সুবিধাজনক । আজকে আমরা দেখবো কিভাবে একটা পেজা একাউন্ট করা যায় আর সেটি ভেরিফাই করা যায় ।

একাউন্ট করার জন্য নিচের লিঙ্কে  ক্লিক করুন ।

Step 1
Sign Up বাটনে ক্লিক পর একটি পেজ আসবে এখান থেকে আপনি Personal এ ক্লিক করুন ।

Step 2
Personal এ ক্লিক করার পর আপনার নাম বসান (ভোটার ID কার্ড অনুযায়ী ) Email , Password বসান ।
Get Started বাটনে ক্লিক করুন।

Step 3
Get Started বাটনে ক্লিক করার পর আপনাকে Email Verification করতে হবে ।

Step 4
আপনার Email চেক করুন দেখবেন আপনাকে Email এ একটা Mail এসেছে Payza থেকে Mail টা Open করুন এবং Validate my email লিংকে ক্লিক করুন । এবার দেখুন আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে এখান থেকে Complete profile setup ক্লিক করুন আর আপনার বাকি তথ্য গুলো বসান। ঠিকানা অবশ্যই Bank Statement এর সাথে হুবহু মিল রেখে পুরন করবেন। লক্ষ্য রাখবেন কোন বানান যেন ভুল না হয় ।

Step 5
Complete Profile Setup কাজ শেষ এবার আমরা একাউন্ট ভেরিফাই করবো । একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার Full Name এর উপর ক্লিক করুন দেখবেন নিচে একটা Menu মত এসেছে এখান থেকে Verification লেখাতে ক্লিক করুন ।

Step 6
Verification লেখাতে ক্লিক করার পর দেখবেন ২ টা অপশন এসেছে । এখান থেকে অপশন A ক্লিক করুন ।
অপশন A ক্লিক করার পর আপনার ভোটার ID কার্ড সাথে Bank Statement Scan করে Upload করুন ।
( Bank Statement ১ মাসের বেশি পুরনো যেন না হয় )। Bank Statement পাবার জন্য আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করুন । ভোটার ID কার্ড আর Bank Statement Upload করা হলে দেখবেন ২-৩ দিনের মধ্যেই আপনার একাউন্ট Verified হয়ে গেছে । তারপর আপনি বাংলাদেশের যে ব্যাংকে টাকা আনতে চান সেই ব্যাংকটি যুক্ত করুন পেজাতে ।

কোন সমস্যা হলে জানাবেন । ধন্যবাদ সবাইকে ।

Thursday, November 26, 2015

adclickxpress এ জয়েন করার সংগে সংগে একটি ১০ ডলার এর এড প্যাকেজ ফ্রি ! যা দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে আস্তে আস্তে আরও বড় করে নিতে পারবেন ।


যারা ফ্রীল্যান্সিং বা আউটসোর্সিং করতে চাচ্ছেন বা করছেন  তাঁদের সবাইকে আমার শুভেচ্ছা !

কেমন আছেন সবাই ? আয় ইনকাম কেমন চলছে ?

ইন্টারনেট থেকে ইনকামের জন্য  নিয়মিত কাজ করছেন তো ?

ক্লিক না করলে আয় ইনকাম কেমনে হবে ?  নিয়ম মেনে নিয়মিত ক্লিক করুন ! প্রতিদিনই ইনকাম করুণ ।

একটি আনন্দ সংবাদ ! আজ আমি আরেকটি অনলাইন বিজনেজ এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ! 

এই বিজনেজটি আরেকটু বেশী টাকা দেবে ! 

অ্যাকাউন্ট করার সাথে সাথেই একটি ১০ ডলার এর এড প্যাকেজ ফ্রি ! 

যা দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে আস্তে আস্তে আরও বড় করে নিতে পারবেন ।

শুধু  নিয়মিত ৩০-৪৫ মিনিট সময় বের করুন আপনার অনলাইন ইনকামের জন্য !

আর মজার বিষয় হল, তাঁদের পেমেন্ট সিস্টেম টাই এ রকমঃ-

তাই বসে  না থেকে  অবসর সময়টাকে অনলাইন ইনকামের জন্য নির্ধারণ করুন ।

নিয়মিত কাজ করে মাসে বাড়তি টাকা সংসারে নিয়ে আসুন ।

 দৃষ্টিভঙ্গী পাল্টান, জীবন বদলে যাবে ।

অ্যাকাউন্ট করতে নিচের এই লিংকে ক্লিক করুণ -  

“The pay for each day is this with the adpack you have: $10 x 6% (0.6) on weekday and $10 x 3% (0.3) on weekends!

and you will need to put your business to advertise in traffic exchange to when your add expire you will get an extra $5.00 in your account at the end of the month off the free $10 add pack. It would be more but that is just the test drive offer because it is free money to test”

“Latest News: The ACX System Management has determined that the Variable DSC Rate will be adjusted to 7% beginning September 17 (server time 00:01).

We will be earning 7% a day (42% a week). Be sure to let all your Referrals know the good news of earning 7% a day!

I just logged in the member area and seen that the DSC Rate has already been adjusted. Members are already earning 7% on their Adpacks.”


কোম্পানি থেকে আমাকে এই অফার দিয়েছে । যারা   যুক্ত হবেন, তারা সবাই আমার মতই একটি অ্যাড প্যাক ফ্রি পাবেন ।

তাই আর দেরী না করে এখুনি একটি অ্যাকাউন্ট করে নিন ।

আর প্রতি মাসে ইনকাম করুণ  বাংলাদেশী টাকায় ১৫,০০০/- হাজার টাকা ।

Wednesday, November 25, 2015

tsu চালিয়ে facebook এর স্বাদ নিয়ে পাশাপাশি সংসার চালানোর মত $$$$ ডলার ইনকাম করে নিন।

আপনাদের সামনে নিয়ে আসলাম এমন একটি site, যেটা হুবাহু facebook এর মত।

সেখানে আপনি facebook এর মত photo upload করে share করতে পারবেন।  বিভিন্ন status দিতে পারবেন এবং আপনি যে ফটো upload করবেন সেগুলোর যত like হবে, যত followers হবে, যত friends হবে তার উপর আপনি tsu এর পক্ষ থেকে প্রতিদিন  commission পাবেন।

 

আমরা সাধারণত ফেসবুক থেকে কোন ইনকাম করতে পারি না। যার ‍পুরোটায় চলে যায় ফেসবুকের তহবিলে।

কিন্তু tsu বলেছে যে তার ইনকামের ৯০% দিয়ে দিবে তার ইউজারকে এবং এর অনেক প্রমানও আছে।

এটি ফেসবুকের মত নতুন একটি সাইট। ২০১৪ এর অক্টোবর থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


এই সাইটে ইনকাম করার জন্য কষ্টের কোন কাজ করতে হবেনা ।

just আপনি facebook এর মত use করবেন ।

status দিবেন, photo upload করবেন, friends বানাবেন, followers বাড়াবেন।

ব্যাস, এই হল আপনার কাজ আর কিছুই না ?

দেখবেন আপনার ঐ সব status, photos এর যত লাইক হবে তার উপর আপনার একাউন্টে ডলার জমা হচ্ছে ।
প্রথম প্রথম অল্প অল্প ডলার আসবে ।

তবে যখন আপনার like বেশি হবে, ফ্রেন্ড যত বেশী হবে, তত বেশী আপনার income বাড়বে।

তবে এর একটা problem হল কারোর রেফারেল ছাড়া এখানে একাউন্ট খোলা যায়না।

আপনাদের সুবিধার্থে আমার রেফারেল দিয়ে দিলাম, তাই চলুন আর দেরি না করে একাউন্ট খুলে ফেলি ।

প্রথমে এখানে http://www.tsu.co click করুন, তারপর join এ ক্লিক করুন,

তারপর আপনি আপনার মত করে information গুলা পুরন করুন।

Android মোবাইল দিয়ে tsu  চালাতে পারবেন ।

প্রতি মাসে যারা ১০০$-২০০$-৩০০$ আয় করতে চান: তারা আমাদের কাছে আসুন ।



প্রতি মাসে যারা ১০০$-২০০$-৩০০$ আয় করতে চান: তারা আমাদের কাছে আসুন । 

আমরা শিখিয়ে দেব কিভাবে আপনারা তা আয় করবেন ?




১. আপনার হাতে যদি প্রতিদিন ৩০-৪৫ মিনিট সময় থাকে তবে এই ট্রিক্স গুলো দেখতে পারেন।

২. প্রথমেই ১০টি এলিট পিটিসি সাইট নির্বাচন করুন। শুনতে খুব সহজ মনে হচ্ছে বাট এই খোজাটাই সবচে কঠিন। হাজার হাজার পিটিসি সাইট থেকে এলিট সাইট খুজতে জান বের হয়ে যাবে।  একটা কথা মনে রাখবেন এলিট সাইট পাওয়া এত সোজা কথা না, সাইট নির্বাচনের ক্ষেত্রে বেশি সময় নিন, গুগলে Top 10 Elite Ptc, Elite Ptc ইত্যাদি কথা লিখে সার্চ দিন, দেখবেন অনেকেই ফাও ফাও সব সাইটকে এলিট লিখে রেফারেল ভিক্ষা চাইছে। সেই সব সাইটের নাম আবার গুগল এ লিখে সার্চ দিন, বিভিন্ন ফোরামে এবং ব্লগে যাবেন, ওই সাইট সম্পর্কে মানুষের  মন্তব্য দেখবেন। যদি গুগল এ খোজা খুজির সময় কোথাও ওই সাইট সম্পর্কে উল্টা পাল্টা বা স্ক্যাম হিসাবে তথ্য পান তবে ওই সাইট বাদ দিন। ২-১দিন খোজা খুজির কাজ করলে এমনি সব বুঝে যাবেন।

৩. এমন এলিট সাইট নির্বাচন করুন যেগুলো রেফারেল ছাড়া আপনাকে দিনে ৩-১০ সেন্ট পে করবে। কিছু সাইট আছে যেগুলো ৪টি এড দেখার বিনিময়ে আপনাকে ৪ সেন্ট দিচ্ছে আবার কিছু সাইট আছে যেগুলো দিনে আপনাকে ঠিকই ৪ সেন্ট পে করছে কিন্তু তার বিনিময়ে এড দেখাচ্ছে ১০-১২টি, মানে পার এড পেতারা খুব কম করছে, এতে করে আপনার বেশি সময় লাগবে, সম্ভব হলে সেগুলো পরিহার করুন।

৪. যেসব অরিজিনাল পিটিসি সাইটে দেখবেন প্রতি ক্লিকে আপনাকে সামান্য বেশি পে করছে বাট মিনিমাম পেমেন্টের পরিমান খুবই বেশি যেমন ১৫$ ২০$ এরকম তখন সেসব সাইটে অ্যাকাউন্ট খুলবেন না কারন রেফারেল ছাড়া সেই মিনিমাম পেমেন্টে পৌছাতে আপনার বছর কাবার হয়ে যাবে। সাধারানত যেসব এলিট অথবা লিগিট সাইটে  মিনিমাম ক্যাশ আউট ২$-$ সেগুলো সিলেক্ট করুন।

৫. একটি পিসি অর্থাৎ একটি আইপি এড্রেস থেকে কোন পিটিসি সাইটে একটি মাত্র অ্যাকাউন্ট করা যাবে।

৬. একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট করার চেস্টা করবেন না এতে ২টি অ্যাকাউন্টই ব্যান হবার সম্ভাবনা থাকে।

৭. বিভিন্ন লোভনীয় অফার যুক্ত নতুন পিটিসি সাইট পরিহার করুন, যেমন দেখলেন অ্যাকাউন্ট খুললেই ১$ বোনাস অথবা ১ম ১০০০ জন পাবেন প্রিমিয়াম অ্যাকাউন্ট এর সুবিধা ইত্যাদি ইত্যাদি, মনে রাখবেন এগুলো স্ক্যাম ছাড়া আর কিছুই না।

৮. কাজ শুরু করার আগে আপনার যেসব বন্ধু বান্ধব, কাজিন, রিলেটিভ যারা পিটিসি সম্পর্কে জানে না, তাদের কনভেন্স করে আপনার ডাইরেক্ট রেফারেল করে নিন, নূন্যতম ১০জন হলে খুব ভালো হয়।

৯. সবসময় রেফারেলের সংখ্যা বাড়াতে চেস্টা করবেন কারন মুলত রেফারেলের সংখ্যার উপরেই আপনার ইনকামের পরিমান নির্ভর করবে। আপনার রেফারেল লিঙ্ক যেকোন পিটিসি অ্যাকাউন্ট এর ব্যানার অপশন এ থাকবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনার বন্ধুদের রেজিস্ট্রেশন করান।

১০. সবসময় চেস্টা করবেন পরিচিত বা অন্য কারো রেফারেল এ যোগ দিতে, কারন আপনি যদি রেফারেল ছাড়া যোগ দেন তবে সাইটের এডমিন আপনাকে প্রতি মাসে মাসে আপনার অনুমুতি না নিয়ে বিভিন্ন মানুষের কাছে  রেন্টেড রেফারেল হিসাবে বিক্রি করবে। আমার জন্য কারো যদি একটু উপকার হয় তবে ক্ষতি কি?

১১. যদি কাজ করার ইচ্ছা থাকে তবে একটু কস্ট করে নিয়মিত কাজ করবেন কারন সাইটে নিয়মিত কাজ না করলে অর্থাৎ দিনে নির্দিস্ট সংখ্যক বিজ্ঞাপন না দেখলে আপনার রেফারেল এর ক্লিকে টাকা পাবেন না এবং একটি নির্দিস্ট সময় ইনএক্টিভ থাকলে আপনার পিটিসি অ্যাকাউন্ট অটোমেটিকেলি ডিলিট হয়ে যাবে।

১২.  অনেক সময় অ্যাকাউন্ট খুলতে ঝামেলা হতে পারে বিশেষত যারা মোবাইল কোম্পানি গুলোর শেয়ারড আইপি ইউজ করে যেমন গ্রামীণ, বাংলালিঙ্ক, রবি, এয়ারটেল ইন্টারনেট। সেক্ষেত্রে যে কোন ভালো আইপি চেঞ্জার সফটওয়্যার দ্বারা আইপি চেঞ্জ করে অ্যাকাউন্ট টা খুলে নিতে পারেন।

১৩. আপনি কিছু অর্থের বিনিময়ে নির্দিস্ট সময়ের জন্য (যেমন ১মাস) কিছু রেফারেল কিনতে পারেন। তবে এক্ষেত্রেও সাবধান, বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন আর এক সাথে অনেক টাকা ইনভেস্ট করার দরকার নাই, ধরা খেলে নিজের চুল ছেড়া ছাড়া কোন উপায় থাকবে না।

১৪. ১০টি সাইটের পিছনে আপনাকে প্রতিদিন সময় ব্যয় করতে হবে ৩০-৪৫মিনিট। একটি একটি করে ১০টি সাইটের এড দেখতে কিন্তু অনেক সময় লাগবে, ৫টি করে সাইট ৫টি টেব এ খুলবেন। প্রতি এডে ক্লিক করার পর পর ই ব্রাউজারের ইমেজ লোড অফ করে দিন তবে এড তারাতারি লোড হবে। এড দেখা শেষ হলে আবার ইমেজ লোড অন করুন এবং নতুন এডে ক্লিক করার পর একই পদ্ধতি অবলম্বন করুন।

১৬ . প্রতি ১৫ দিনে একবার করে আপনার সাইট গুলো সম্পর্কে গুগলে খোজ খবর নিন যে সাইট ঠিক ঠাক আছে কিনা।

শুধু কাজ করলেই হবেনা কাজ করে সেই টাকা হাতেও আনতে হবে। প্রায় সব পিটিসি সাইট পেজা (Payza)  সাপোর্ট করে তাই আপনার যদি পেজা (Payza)  একাউন্ট না থেকে থাকে তাহলে এখনই পেজা লেখাতে ক্লিক করে একটা (Payza) একাউন্ট করে নিন। 

 

পিটিসি সাইটে আপনি কিভাবে সফলতা পাবেন ?



পিটিসি সাইট আপনাকে কিভাবে টাকা দেয় ?
PTC এর পুর্ন মিনিং হচ্ছে “Paid To Click”অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনা মুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয়। কিন্তু সেই এড দেখবে কে ? তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট  আমাদের নির্দিষ্ট  অর্থ প্রদান করে থাকে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন। প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে কিছু  সেন্ট পর্যন্ত অর্থ পে করবে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)।


এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন ৫% । আপনি ভালো সাইট গুলো  থেকে গড়ে রেফারেল ছাড়া দৈনিক ১০ সেন্ট আয় করতে পারবেন (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)।  তবে এই নিয়ম সকল সাইট-এর জন্য নয়।  এক এক সাইট এ এক একরকম, (রেফার % কত করে দিবে, এড ভিউ থেকে কত দিবে) এই গুলো সম্পূর্ণ সাইট এর উপর নির্ভর করে।

পিটিসি থেকে আয় কেমন হতে পারে: সব পিটিসি সাইটের আয় শুরুতে খুবই কম। কিন্তু পরবর্তীতে যখন আপনি বুঝতে পারবেন রেফারেল কিভাবে ভাড়া নিতে হয়, কিভাবে ডাইরেক্ট রেফারেল পাওয়া যায় এবং মেম্বারশীপ আপগ্রেড করলে কি সুবিধা।  পিটিসি সাইটে ভাল আয় করতে হলে ৩-৬ মাস সময় দিতে হবে। প্রথম দিকে আপনার আয় কম হলেও ৬ মাস পর থেকে আপনার আয় অটোমেটিক ৩০০ ডলারে পৌঁছে যাবে।

 সাবধানতা:  

আজ আমি আপনাদের কতগুলি টেকনিক শিখিয়ে দিবো যেগুলো মেনে চললে ধরা খাবার সম্ভাবনা খুবই কম থাকবে।
ইন্টারনেটে অনেক পিটিসি সাইট আছে যার বেশির ভাগই ভুয়া (scam) পেমেন্ট করেনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে কোন সাইট দেখেই কোন খোজ খবর না নিয়ে কাজ করা শুরু করবেন না।   পিটিসি সাইট গুলোর ৯০% ই ভুয়া (scam) অর্থাৎ স্ক্যাম। কিন্তু ওই ১০% পিটিসি থেকে সত্যি আয় করা যায়। যে সাইটে কাজ করবেন তার সম্পর্কে গুগলে (Google ) এ সার্চ করুন সাইটটি সম্পর্কে বিস্তারিত জানুন।

মুলত ৪ ধরনের পিটিসি সাইট আছে: Elite PTC Site:-  এই পিটিসি সাইট গুলো অনেক পুরনো, কোন রকম সমস্যা ছাড়াই নিয়মিত গ্রাহকদের পেমেন্ট করে আসছে। এই ধরনের পিটিসি সাইট খুব কম, অনেক খুজে বের করতে হয়, কিন্তু কাজ করার জন্য নিরাপদ।

Legit PTC site:- পুরোনো সাইট, অতীতে কিছু সমস্যা দেখা গিয়েছিলো সেগুলো রিকভার করে বর্তমানে  গ্রাহকদের নিয়মিত পেমেন্ট করে যাচ্ছে, তবে স্ক্যাম হবার হাল্কা পাতলা সম্ভাবনাও আছে। কাজ করা যেতে পারে।

New PTC site:-  এসব পিটিসি সাইট একবারেই নতুন লোভনীয় অফার যুক্ত, ম্যাক্সিমাম নিউ সাইট কিছুদিন পেমেন্ট করার পর স্ক্যাম হয়ে যায় (এক থেকে তিন মাসের মধ্যে), বাজারে এদের সংখ্যাই বেশি। কাজ করা প্রচুর রিস্কি এবং এখানে কাজ করে আয় করার সম্ভাবনা ৭০%। তাই নতুনদের এ ধরনের সাইট এড়িয়ে যাবার পরামর্শ রইলো।

Scam site!!!:- যেসব লিগিট বা নিউ সাইট গ্রাহকদের হটাৎ পেমেন্ট বন্ধ করে দেয়, উল্টা পালটা অ্যাকাউন্ট ব্যান করে দেয় সেগুলোকে Scam সাইট বলে। এসব সাইট থেকে  দূরে থাকুন।

যদি কোন সাইট সম্পর্কে স্ক্যাম (scam) হিসেবে কোন তথ্য পান তাহলে ভুলেও সেই সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না।
 

পিটিসি অনলাইন আয়ের সবচেয়ে আলোচিত এবং সহজ কাজ ।

আমরা যারা অযাথা সময় ব্যয় করি তাদের জন্য অনলাইন আয়ের সবচেয়ে আলোচিত এবং সহজ কাজ পিটিসি । মানুষের পিটিসি নিয়ে সাইট  আগ্রহের কমতি নেই। আর আমাদের জন্য তো বটেই।

বাঙ্গালীর স্বভাব খুব দ্রুত বড় লোক হওয়া । আর এই কারনেই আমরা এত পিছিয়ে পড়েছি ।  আমরা কাজ করতে চাই কম, আয় করতে চাই বেশি। আর সেটা কখনই সম্ভব নয় । কারন মানুষ যতক্ষণ কাজ করে, ততক্ষণই তার কাছে টাকা আসে  । কাজ বন্ধ করলে অটোমেটিক  টাকা আসাও বন্ধ হয়ে যায়। আর এটাই স্বাভাবিক । তাই কোন কাজকে ছোট মনে করে অবহেলা করলে ক্ষতিটা আপনারই । 

পিটিসি সাইটে ইনকাম অল্প হলেও এখানে আপনি দীর্ঘ মেয়াদী আয় করতে পারবেন এবং ধর্য্য ধরে কাজ করলে অনেক ভালো ইনকাম করা যায়। কিন্তু শর্ত একটাই প্রতিদিন নিয়মিত একই সময়ে ৩০-৪৫ মিনিট কাজ করতে হবে। অলস হলে চলবে না। প্রতিদিন কাজ করলে সুফল পাবেন ১০০% । একটা পর্যায়ে আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আমার জানামতে অনেকে ৩-৬ মাস ধর্য্য সহকারে কাজ করে এখন মাসে প্রায় ৩০-৪০ হাজার টাকা ইনকাম করছে। তাই একমাত্র ধর্য্যই আপনাকে সফলতা এনে দিতে পারে।

মনে পড়ে কি বিখ্যাত সেই বাণীটি ?


ক্ষুদ্রু ক্ষুদ্রু বালু কণা, 

বিন্দু বিন্দু জল, 

গড়ে তোলে মহাদেশ,

সাগর অতল । 

পিটিসি সাইটে প্রতিদিন ৩০-৪০ মিনিট কাজ করলে কখন যে আপনার বৃহৎ পরিমাণ টাকা আপনার একাউন্টে জমা হবে আপনি নিজেও বুজতে পারবেন না। তাই খরগোশ না হয়ে কচ্ছপের মত লেগে থাকুন । সফলতা আপনি পাবেনই।

তাই সময়কে সময় দিয়ে, কাজকে কাজ হিসাবে নিয়ে প্রতিদিন মাত্র ৩০-৪০ মিনিট সময় দিবেন আপনার অনলাইন ইনকামের জন্য । তবেই পিটিসি সাইটে সফল হতে পারবেন এবং মাসে ২৪০০০.০০ হাজার টাকা অনলাইন ইনকাম থেকে আপনি অনায়েসে আনতে পারবেন।

পিটিসি সাইটে কাজ করার আগ্রহ মানুষের  দিন দিন  বেড়েই চলছে। 


কারন হিসাবে বলা চলে ?


 # খুব সহজ ।

# কোন কাজ জানতে হয় না ।

# ৩০-৪৫ মিনিট সময় ব্যয় করলেই হয়।

# আর আয়ও কম বলা যাবে না।


পিটিসি সাইট মূলত কাদের জন্য ?


>> যারা একবারেই কোন কাজ জানেন না ।


>> টাকা আয় করতে চান ? কিন্তু অনলাইনে কোন কাজ একেবারেই জানা নেই  ।


>> ছাত্র-ছাত্রি,স্কুল-মাদ্রাসা-কলেজের শিক্ষক-শিক্ষিকা, গৃহিণী, কাজ কর্মে অক্ষম ব্যক্তি।


>> শুধু শুধু যারা ফেসবুকে বা অন্যান্য সাইটে অনর্থক সময় ব্যয় করে।

কিন্তু দেখা যায়, আমাদের দেশের অনেকে এ্যাকাউন্ট ওপেন  করে, নিয়মিত কাজ করে না, আবার অনেকে এত অল্প আয় দেখে আগ্রহ হারিয়ে ফেলে। নিয়মিত কাজ করলে এই  অল্প আয়ও যে বৃহৎ আয়ে পরিণত হয় তা আমরা না দেখেই কাজ করা বন্ধ করে দেই।  আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইউরোপ, আমেরিকার লোকজন পারলে আমরা পারব না কেন? “ USA, UK, BELZIUM, NETHERLAND, HONGKONG, INDIA, PAKISTAN ” সহ আরও কয়েকটি দেশের ইউজার-রা  প্রতিদিনই কাজ করে। 


নতুনদের জন্য অনেক খোঁজ খবর করে এমন কিছু পিটিসি সাইটের ঠিকানা আপনাদের দিলাম, যে সব সাইট রেগুলার তার ওয়ার্কারদের পে করে। তাই আর সময় নষ্ট না করে নির্দ্বিধায় এখনই এই সাইট গুলোতে অ্যাকাউন্ট করে আজ থেকেই কাজ করা শুরু করে দিন। আর মাসে ইনকাম করুণ ২৪০০০.০০ হাজার টাকা । ধন্যবাদ ।


অ্যাকাউন্ট করতে সাইট গুলোর নামের উপর ক্লিক করুণ > 


১। ট্র্যাফিক মুনসূন- 


২। নিও বাক্স-


৩। ক্লিক্স পাক-


৪। বাক্স ৯৯৯-


৫। লিটল বাক্স -


৬। মাই পেইয়িং অ্যাড-

 





Thursday, November 19, 2015

আয় করুন Revenue Share সাইট MyPayingAds থেকে প্রতিদিন $10 ডলার থেকে $15 ডলার।





আজ আমি একটি জনপ্রিয় Revenue Share সাইট Mypayingads নিয়ে আলোচনা করব। এই সাইট-এ কিভাবে রেজিষ্টার করবেন, শেয়ার কিনবেন এবং কিভাবে প্রতিদিন Minimum 5$ ডলার ইনকাম করবেন ট্রিকটা শিখিয়ে দিব।

মনোযোগ দিয়ে সম্পূর্ণ Tutotial টি পড়ুন বেশি সময় লাগবে না। প্রত্যেকটি লেখা বুঝে পড়বেন। মনে রাখবেন ১ বার ব্যবসায়টা বুঝতে পারলে আর পড়তে হবে না। তাই অবশ্যই পুরোটা পড়বেন তারপর কাজে নামবেন।  

MyPayingAds কি?

এটা একটা রিভিনিও শেয়ার সাইট মানে এখানে শেয়ার কিনে আয় করতে হবে। রিভিনিও হচ্ছে কোম্পানির প্রতিদিন যত আয় হয় আমরা শেয়ারে অংশ দিলে কোম্পানির প্রতিদিনের লাভের কিছু অংশ আমাদেরও দিবে। প্রত্যেকটি রিভিনিও শেয়ার শেষ হতে কম পক্ষে 30 দিন লাগে। প্রতিদিন রিভিনিও হয় কিন্তু সম্পূর্ণ টাকা আসতে 30 দিন লাগে। আমার মতে এটা একটা ব্যবসা প্রতিষ্টান নিচে লেখা আছে বিস্তারিত।

মালিক কে ???
মালিক Singapur প্রবাসী ভারতের তামিল অধিবাসী Uday Nara.ইন্টারনেট মার্কেটিংয়ে বিশাল দক্ষতা রয়েছে উনার। উনার সততার কারনে এই সাইট খুব দ্রুত সারা বিশ্বে সুনামের সাথে ছড়িয়ে পড়ছে।

আমি আগেই বলেছি এটি একটি শেয়ার সাইট। তাই এখানে ইনভেস্ট করে কাজ করতে হবে।অনেকতো ফ্রী সাইটে কাজ করেছেন,সময় দিয়েছেন।এবার একটু ইনভেস্ট করা সাইট-এ কাজ করে দেখেন ফ্রী সাইট থেকে কত Profitable প্রথমে কাজ শুরু করেন বেশি ইনভেস্ট করার দরকার নেই অল্প অল্প করে করবেন।আবার ক্যাশ দেওয়ার মত টাকা হলেই ক্যাশ আউট দিয়ে দিবেন ব্যস। তবে আগে রেজিস্টার করতে হবে রেজিস্টার করতে কোন টাকা খরচ হয়না। তারপর আমি Step by Step সব কিছু দেখাবো। আমার রেফারে রেজিষ্টার করলে হেল্পটা অনেক বেশি পাবেন স্বাভাবিক ভাবে। আমি যথেষ্ট হেল্প করবো। সব ব্যাপারে।

কীভাবে রেজিস্টার করবেন ???

রেজিষ্টেশন করার জন্য  প্রথমে এই লিংকে যান >> https://www.mypayingads.com/index.php?ref=74642
তারপর "Join Now" তে ক্লিক করুন। এবার নিচে দেখবেন রেজিষ্টার করা ফরম আসবে। লক্ষ করুন: আছে কিনা? যদি না থাকে তবে আমার রেফারেল লিংক কপি করে অন্য ব্রাউজার দিয়ে একাউন্ট খুলতে হবে। রেজিষ্টার ফরমে সকল তথ্য দিন। country: Bangladesh দিন। captcha টা দিন। I accept এ টিক মার্ক দিন। এবার Signup এ ক্লিক করুন। Signup successful হলে Login করুন।  

কিভাবে ডলার আনবো মানে Add fund করব ??  
শেয়ার কেনার আগে দেখেনিন শেয়ারের মূল্যও আপনার আয়ের পরিমান। Addpack plan 1 এ প্রতিটি শেয়ারের দাম 1 ডলার এখানে 100টা একটিভ শেয়ার থাকলে আপনি Addpack plan 2 এর শেয়ার কিনতে পারবেন। Addpack plan 2 100টা একটিভ শেয়ার থাকলে আপনি Addpack plan 3 এর শেয়ার কিনতে পারবেন। এভাবে পর্যায় ক্রমে উপরে উঠতে হবে। 

Share কিনতে হলে আগে আপনাকে ডলার আনতে হবে পেজা বা পেপাল থেকে তাই নিচের স্টেপ ফলো করেন: Finance >> Add fund এ ক্লিক করুন। এবার নিচে Add amount : কত ডলার আনতে চান select payment prossessor: কোন প্রসেসর থেকে আনতে চান। সেটা দিয়ে Preview দিবেন। পরের পেজে গিয়ে Pay Now দিতে হবে তারপরই সোজা অটোমেটিক পেজাতে চলে যাবে। পেজাতে এসে Payza Member select করবেন। ইমেইল পাসওয়ার্ড দিবেন পেজার। তার পরের পেজে Continue দিতে হবে। এবং শেষ পেজে গিয়ে Payza Pin code দিতে হবে। তারপর Submit এ ক্লিক করুন। 

 কিভাবে শেয়ার কিনবো?  
একাউন্টে ব্যালেন্স থাকলে শেয়ার কিনতেপারবেন নিচে দেয়া হলো নিয়ম কানুন: Finance >> Purchase Shares এ ক্লিক করুন। Addpack plan 1 এ শেয়ার কিনতে হবে। এখানে লিখা দেখবেন Purchase Share: মানে কয়টা শেয়ার কিনবেন সেটা লিখবেন >> 5 টা নাকি 10 টা। তারপর Preview তে ক্লিক করুন। এবার আরেকটা পেজে যাবেন সেখানে শুধু Pay Now এ ক্লিক করুন: শেয়ার কেনা শেষ হলো 5 - 10 মিনিটের মধ্যে শেয়ার শো করবে হিস্টোরিসহ।শেয়ার হিস্টোরি দেখতে এখানে যান: History> Share History 10 ডলার থেকে 20 ডলার 

ইনকাম করবেন কিভাবে?  
এই সাইটকে আমি রিভিনিও সাইট বলিনা আমি এটাকে ব্যবসায় বলি কেন? কিছু টাকা নিয়ে মুদি দোকান দিলেন যা বিক্রি করে লাভ হলো কিছু টাকা সংসারে খরচ করলেন (cash balance) বাকী টাকা দিয়ে আবার মালপত্র কিনলেন (repurchase balance) দোকানের জন্য। এটা সেই রকমই ব্যবসায়। 

আপনার শেয়ার থেকে আয় দুই ভাগে আসবে। 

cash balance 30% repurchase balance 70% cash balance টা ক্যাশ আউট বা উইথড্রো দিবেন আর repurchase balance টা দিয়ে বার বার শেয়ার কিনবেন। ইচ্ছা করলে cash balance দিয়েও কিনতে পারেন আপনার যদি বেশি শেয়ার বা ইনভেষ্ট থাকে। আর কম শেয়ার থাকলে উঠানোর দরকারনেই শেয়ার বারাবেন যত শেয়ার বেশি তত ইনকাম বেশি। আর 10 ডলার দিয়ে 10 টা শেয়ার কিনলে আবার যখন 2 দিন পর 1 ডলার হবে আরেকটা কিনবেন তখন 11 টা হবে আবার 2 দিন পর কিনবেন 12 টা হবে এই ভাবে 10 টা শেয়ার থেকে 20 টা বানাতে পারবেন। অত:পর 10 ডলার থেকে 20 ডলার ইনকাম।  

বুঝি নাই আরো ক্লিয়ার করে বলেন:  
10 ডলার দিয়ে শেয়ার কিনলে ইনাকম হবে 2 ডলার। ২ দিন পরপর যে শেয়ার কিনতেছ সেটা যাবে কই? প্রতিটি 1 ডলারের শেয়ার থেকে ইনকাম হবে 0.2 ডলার। যতবার শেয়ার কিনবা তত বারই 1 ডলার হবে 1.2 ডলার । মূল 10 ডলারে 12 পাবে আর সারা মাস যত শেয়ার কিনবা তা আরো বেশি হবে। যত শেয়ার বেশি হবে তত আয়ও বেশি হবে। ধরেনাও 15 টা শেয়ার থেকে প্রতিদিন 0.5 ডলার আসবে তাহলে 30 টা শেয়ার থেকে প্রতিদিন 1 ডলার আসবে তাহলে 60 টা শেয়ার থেকে প্রতিদিন 2 ডলার আসবে তো 60 টা শেয়ার কিনতে কিন্তু 60 ডলার লাগবে না। 30 টা শেয়ার থেকে প্রতিদিন 1 ডলার আসলে আর প্রতিদিন শেয়ার কিনলে 30 টা হয়ে যাবে 60 টা শেয়ার। 

ভালো কথা Re-purchase balance দিয়ে শেয়ার কিনতে শেয়ার কেনার সময় use repurchase balance first এই লেখাতে টিক মার্ক দিতে হবে দেখঃ Note: সবচেয়ে Important কথা প্রতিদিন ১০টা অ্যাড সার্ফ করতে হবে,না করলে আপনি ঐ দিনের শেয়ার থেকে কিছু পাবেন না।
ধন্যবাদ