google

Saturday, December 5, 2015

ট্র্যাফিক মুনসুন ব্লক অ্যাকাউন্ট ও ডবল অ্যাকাউন্ট সমস্যার সমাধান ।

ট্র্যাফিক মুনসুন ব্লক অ্যাকাউন্ট  ও ডবল অ্যাকাউন্ট  সমস্যার  সমাধানের জন্য এখানে  ক্লিক করুন-

আপনি যে অ্যাকাউন্ট সচল করতে চান সেই অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম রিষ্টর বাটনে ক্লিক করুণ ।


অথবা নিচে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম  রিষ্টর বাটনে ক্লিক করুণ ।

ধন্যবাদ সবাইকে ।













মোবাইলে ট্র্যাফিক মুনসুন ব্লক অ্যাকাউন্ট সমস্যার খুব সহজ একটি সমাধান । না দেখলে চরম মিস ?

অনেক সময় ট্র্যাফিক মুনসুন এ লগ ইন করতে গেলে কখনও কখনও ব্লক অ্যাকাউন্ট দেখায় । এটা হওয়ার কারন আমাদের সবারই  ডাইন্যামিক আইপি । তাই ভয় পাওয়ার কিছু নেই । আজ আমি দেখাব কি ভাবে এর থেকে মুক্তি পাবেন ? 





খুবই সহজ একটি পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ট্র্যাফিক মুনসুন এ লগ ইন করতে পারবেন ।







ঐ অবস্থায় আপনার মোবাইলের ডাটা কানেকশন বন্ধ করুন । সেটিং এর মোর অপশন থেকে ইয়ারপ্লেন মোড অথবা ফ্লাইট মোড  চালু করুন।



















৪/৫ সেকেন্ড পর ইয়ারপ্লেন মোড অথবা ফ্লাইট মোড বন্ধ করে দিন । পুনরায় ডাটা কানেকশন চালু করে লগ ইন করুন আর ব্লক অ্যাকাউন্ট দেখাবেনা । উপকৃত হলে মন্তব্য করে উৎসাহিত করুন। 



সম্পূর্ণ নতুন একটি সাইট যেখান থেকে ডলারের পাশাপাশি বিট কয়েন আয় করা যাবে। ১০০% ট্রাষ্টেড ও পরীক্ষিত সাইট !!

হাল সময়ে ইন্টারনেটে ইনকামের অনেক রাস্তা আছে। তার মধ্য সবচেয়ে সহজ রাস্তাটা হল বিটিসি ও পিটিসি সাইট হতে মামুলি কিছু আয় করা।এখানে মামুলি বলছি এই জন্য যে, যারা ইন্টারনেট নিয়মিত ভিজিট/ব্যবহার করেন কিন্তু প্রফেশনালিভাবে কোন কাজ করতে পারেন না। তথাপি নেট খরচটা পুষিয়ে নেবার আগ্রহ আছে। তাদের জন্য হতে পারে বিট কয়েন আয় এবং পিটিসি সাইট।




এখানে একেকটি সাইট থেকে নিয়মিত কাজ করলে কোন রেফার কিংবা রেন্টেড ব্যতিত মাসে ২-৩ ডলার আর্ন করা যায়। অবশ্য এমন অনেক লোক আছেন যারা মাসে ৫০-১০০ ডলারও আয় করে থাকেন। সত্যি কথা বলতে কি পিটিসি সাইটের ইনকামের মূল রহস্য হল রেফার সংগ্রহ, বিজ্ঞাপণ করা এবং রেন্টেড করা। ইহা ব্যতিত আর ২য় কোন ঔষধ নাই। তথাপি নতুনভাবে একটানা ৪ মাস কাজ ও কিছু নির্দেশনার মাধ্যমে প্রগেজ অর্জন করা যাবে। 

অপর দিকে প্রফেশনালভাবে আয় করার ইচ্ছা থাকলে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্স যেমনঃ ফাইভআর, পিপল পার আওয়ার, গুরু, ওডেস্ক কিংবা গুগলের মত পাবলিশিং সাইটে কাজ জানতে হবে। সুতরাং পিটিসি করুন যাই করুন পাশাপাশি অবশ্যই ফ্রিল্যান্স বিষয়ক কাজ জানাটা ও শেখার আগ্রহ রাখতে হবে। অবশ্য যারা ফ্রিল্যান্সার তারা কখনও আপনাকে পিটিসি সাইটে কাজ করার সাজেস্ট করবে না এবং নিজেরাও এই সকল সাইটে কাজ করেন না।

কোন ধরনের পিটিসি সাইটে কাজ করবেন?

 

উপরের আলোচনা অনুযায়ী মনে করি আপনি অনেক নবীন, কোন কাজ জানেন না।তাহলে আপাতত বিটিসি/পিটিসি ট্রাই করতে পারেন। এখন কথা হল- আপনি কোন ধরনের পিটিসি সাইটে ট্রাই করবেন? হ্যা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কিছু না বুঝে অযথা স্ক্যাম, ভূইফোঁড় পিটিসিতে ট্রাই করে সময়/অর্থ দুটাই নস্ট করেন। সুতরাং কোন পিটিসি সাইটে গুজবে কান না দিয়ে নিজে ভালভাবে যাচাই করে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন।
  • কোন পিটিসি সাইটগুলো লিগ্যাল আসল এই বিষয় নিয়ে একটি টিউন করেছিলাম। প্রয়োজনে দেখতে পারেন।
হ্যা পিটিসি সাইটের মধ্য সবার সেরা বিগ বক্স সাইট গুলো হচ্ছে ক্লিসেন্স এবং নিওবাক্স। আপনি যদি কৌশলী ও পরিশ্রমি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাফল্যে পাবেন। তবে তা ৬ মাসের পূর্বে নয়। সুতরাং নতুন হিসাবে প্রথম কয়েকদিন কাজ করে ধৈর্য্য হারা হতে পারেন। কারন অ্যাড সংখ্যা অনেক বেশী ও সাইটগুলোর বেশ কিছু টামর্স আছে। তথাপি এই দুটি সাইট বাদে বেশ কিছু সাইট আছে যেখানে অ্যাডের সংখ্যা কম, পেমেন্ট রেট ভাল, পে করছে এবং অন্যান্য শর্তাবলী অনেকটা শিথিল। যাইহোক তার মধ্য বর্তমানে একটি সাইট হচ্ছে  অ্যাড ফাইভার

অ্যাড ফাইভারের পরিচিতি ও বৈশিষ্ট্যবলী 



  • সাইটের বয়স প্রায় ৮ মাস। পূর্ণ নাম Adfiver International Services LLC, U.S অন্তভূক্ত রেজিস্ট্রার্ড কোম্পানী। অলরেডি পে করা শুরু করেছে ও করছে।
  • স্বল্প সময়েই ইউজারদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। ইউজাররেটিং ও ফিডব্যাক অনেক ভাল। নিবন্ধিত ইউজার প্রায় ৪,২০০।
  • সাইটটির ডিজাইন ও ইউজার ইন্টারফেস অসাধারন।
  • স্লো ইন্টারনেট কানেকশন কিংবা ব্রাউজারে কোন ব্লক অ্যাড প্লাগিন থাকলেও কাজ করে।
  • ডস প্রটেকশন এবং সাইট ম্যাকাফি সিকিউর প্রটেকশন যুক্ত।
  • সাইটে অ্যাডের সংখ্যা অনেক কম, সম্পূর্ণ টাস্ক করতে প্রায় ৪ মিনিট সময় লাগে।
  • অন্য কোন পিটিসি সাইটে ২ মাসের মধ্য একাউন্ট লগইন না করলে সাসপেন্ড করা হয়। কিন্তু অ্যাড ফাইভারে লাইফটাইম।
  • অন্য পিটিসি সাইটে অ্যাড দেখতে নেটের বেশ কিছু মেগাবাইট এর অপচয় ঘটে। কিন্তু এখানে তেমনটি চোখে পড়েনি।
  •  
     

পেমেন্ট পদ্ধতি

তারা আপনাকে অনেকগুলো পদ্ধতিতে পে করে থাকে নিচের চিত্র অনুযায়ী। তার মধ্য একটি সুবিধা হল আপনার পেমেন্ট ইচ্ছা করলে বিট কয়েন কনভার্ট হিসাবে পাবেন। সুতরাং যারা বিট কয়েন সাইটে আয় করছেন সেখানে এই সাইটের আয় একটু হলেও বিট কয়েন অর্জনে সহায়ক হবে। এখানে মাত্র ৩ ডলার হলেই পে পাওয়া যাবে।


কিভাবে রেজি: ও কাজ করবেন?

  • প্রথমে রেজিঃ করতে ক্লিক করুন এখানে
  • রেজিঃ অংশে ক্লিক করুন > নিচের মত চিত্র আসবে।


সব কিছু ফিলআপ করে রেজিঃ অংশে ক্লিক করুন> ইমেইলে একটি বার্তা যাবে সেটি ভেরিফাই করুন > এবার লগইন করলে নিম্নরুপ প্যানেল পাইবেন।


কাজের প্রসেস সম্পূর্ণ অন্য পিটিসি সাইটের মতই। সোজা কথা অ্যাড দেখা। সেইজন্য আপনাকে view advertisement বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি অ্যাড দেখতে প্রায় ৫ সেকেন্ড এর মত সময় লাগবে।


আয় বৃদ্ধি করার কৌশল

 

প্রতিদিনের একটি নিদিষ্ট সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যেমনঃ আজকে কাজ করেছেন দুপুর ১২.০০ মিনিটে। তাহলে আগামী কালও একই সময় প্রবেশ করবেন। সত্যিকার অর্থে আমরা যতই ঢাকঢোল পিটাই না কেন পিটিসি সাইটে ইনকামের প্যাচকল রয়েছে। যেমন আপনি যদি কোন একটি লিগ্যাল পিটিসি সাইটে কাজ করেন কোন রুপ রেফারেল ছাড়া তাহলে মাসিক আয় ৩ ডলারের বেশী হবেনা। অবশ্য সেখানে যদি ১০ জন রেফারেল থাকে এবং রেফারেলগুলো নিয়মিত কাজ করে তাহলে হয়ত মাস শেষে আরো ১ ডলার বেশী হতে পারে। অর্থাত ৩+১ = ৪ ডলার আসবে। অর্থাত পিটিসি সাইটের আসল ইনকামের রহস্য হল রেফারেল। যত বেশী রেফারেল তত বেশী ইনকাম। অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে রেন্টেড রেফারেল হিসাবে আয় বৃদ্ধি করা হয়। আপনাদের একটা ছোট্ট হিসাব দেখাই,
ম্যাক্সিমাম সাইট গুলো পার রেফারেল ক্লিকে করে পে করে ০.৫ সেন্ট করে। আপনার যদি ১০জন ডাইরেক্ট রেফারেল কিংবা রেন্টেড রেফারেল থাকে আর তাদের Daily এভারেজ ক্লিক হয় ২.৫ তবে একটি সাইট থেকে আপনার ডেইলি ইনকাম (.৫*২.৫*১০)= ১২.৫ সেন্ট + আপনার নিজের ইনকাম ০.৪সেন্ট= (১২.৫+৪)= ১৬.৫ সেন্ট সুতরাং ৫টি সাইট থেকে দৈনিক আয় (১৬.৫*০৫)= ৮৩ সেন্ট, সুতরাং ৩০দিনে আয় (৮৩*৩০)= ২৫০০ সেন্ট বা ২৫$ (প্রায়) বা ২০০০ টাকা তবে প্রতি মাসে আপনি টাকা হাতে আনতে পারবেন না হয়তো দেখা গেলো ৩-৪ মাসে ৫০$-১০০$ জমল তখন পেজাতে ৪ ডলার ফি দিয়ে চেক নিজের একাউন্টে ট্রান্সফার করা যাবে।
 
এমনিতে ব্লগ ও ছোট খাট ফ্রিল্যান্স করার কারনে পিটিসি সাইটে তেমন কাজের সুযোগ হয়না। তথাপি নিওবাক্স ও ক্লিকসেন্স একাউন্ট এ- মাসে ১ বার প্রবেশ করি সচল রাখার জন্য। যাইহোক অ্যাডফাইবার সাইটে প্রায় ৪ মাস পূর্বে যোগদান করি পরীক্ষা মূলক হিসাবে সেখানে বিদেশী ডাইরেক্ট ৫০ টি রেফারেল কালেক্ট করি এবং সেই সাথে রেন্টেড রেফারেল বৃদ্ধি করতে থাকি  ১০ ডলার ব্যয় করে ৫০ টির মত। উল্লেখ্য এখানে রেন্টেড ক্রয় করাটা মানে ইনভেস্ট করা। এই ভাবে রেফারেল কাজ এবং নিজের কাজের মাধ্যমে প্রায় ৪ মাসের মধ্য ১ম পেমেন্ট পেজাতে ২২ ডলার উইথড্র করি।

 

 

শেষ আলোচনা

এমনিতে পিটিসি নিয়ে আলোচনা করার কোন ইচ্ছা ছিল না। তথাপি যারা নেট ব্রাউজ করেন বাট কোন কাজ জানেন না, আগ্রহ আছে মামুলি কিছু আয় করার। মূলত তাদের উদ্দেশ্যই টিউনটি করতে হল। তথাপি উক্ত সাইট হইতে কাজের মান যাচাইকরন শর্তে বেশ কিছু ডলার পেয়েছি যেটিও অনেকটা আনন্দের। সুতরাং যাদের প্রাথমিকভাবে পিটিসি সাইটে কাজ করার মন মানসিকতা আছে শুধুমাত্র তারাই ট্রাই করতে পারেন। অযথা টাংকি করে লাভ নাই। অবশ্য অনেকের অভিযোগ হবে ব্রাদার! এই সকল সাইট কতদিন চলবে তার নিশ্চয়তা নাই। হ্যা অভিযোগটি সত্য। তবে প্রাথমিক পর্যায়ে সবকিছু ঠিক রেখে কাজ করে বেশ কিছু ডলার আয় করা যায় তাতে ক্ষতি কি! এবং হ্যা সেই সাথে অন্তত ফ্রিল্যান্স শেখাটার চেষ্টা করবেন। অবশ্য আগামী পর্বে ফ্রিল্যান্স সাইট আপওয়ার্ক  নিয়ে কয়েকটি পর্বে টিউন করার ইচ্ছা আছে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।